Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়বে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ২০:২৭

ঢাকা: দেশের সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘দেশের মেডিকেল কলেজগুলোতে আমরা আসন আরও বাড়াচ্ছি। বেসরকারি মেডিকেল কলেজে সাড়ে ছয় হাজারের মতো আসন আছে। কিন্তু সরকারি মেডিকেল কলেজে আসন আছে সাড়ে চার হাজার। আমরা গত তিন বছরে প্রায় এক হাজার ২০০ আসন বাড়িয়েছি সরকারি মেডিকেল কলেজগুলোতে। আরও আসন বাড়াব, যাতে আমাদের ছেলে-মেয়েরা বিনা পয়সায় ডাক্তারি শিক্ষা লাভ করতে পারে।’

বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন, ‘আজ আমরা বেশকিছু বিষয়ে আলোচনা করেছি। আমাদের মেডিকেল কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, নার্সিংয়ের শিক্ষা, ম্যাটস আইএইচটি-এ সবগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ল্যাবরেটরি যেটা প্রয়োজন, আধুনিকায়নের বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা আতঙ্কিত হবো না। কিন্তু আমরা শঙ্কিত যে, আমাদের শিক্ষকের হার খুব কম। নতুন নতুন যেখানে মেডিকেল কলেজ হয়েছে সেখানে শিক্ষক কম রয়েছে। আমরা দেখেছি, অধ্যাপক যা প্রয়োজন তার তুলনায় দেশে বর্তমানে অর্ধেক রয়েছে। আমরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। নতুন নিয়োগের মাধ্যমে, পদোন্নতি দিয়ে এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা পদগুলো পূরণের চেষ্টা করব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে যোগ করা হয়েছে- রোগীর সঙ্গে কীভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ও যোগ করা হয়েছে। শিক্ষকের হার অনেক কম। অধ্যাপক কম। এটা পূরণের চেষ্টা করা হচ্ছে।’

‘গবেষণা আমাদের দেশে খুব কম হয়। প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। তাই আমরা গবেষণার ওপর গুরুত্ব দিয়েছি। এজন্য জাতীয় বাজেটে ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে এবারও’— যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্যশিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

আসন সংখ্যা টপ নিউজ সরকারি মেডিকেল

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর