Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষ না দেওয়ায় ট্রেনে সেনাসদস্য লাঞ্ছিত: ৩ আরএনবি সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২২ ১৮:১৯

চট্টগ্রাম ব্যুরো: ট্রেনের যাত্রী সেনাসদস্যের কাছ থেকে ৩০০ টাকা ঘুষ দাবি ও লাঞ্ছিত করার ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। উপস্থিত এক ব্যক্তি মোবাইলে ওই ঘটনা ভিডিও করে অনলাইনে প্রকাশ করলে সেটি ভাইরাল হয়। বিষয়টি র‌্যাবের নজরে আসার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতার তিন আরএনবি সদস্য হলেন মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)।

শুক্রবার সকালে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনয়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘সেনাসদস্য ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য মেইল ট্রেনের টিকিট নিয়েছিলেন। গত ৮ আগস্ট রাত ১০টার দিকে তিনি টিকিট অনুযায়ী তার জন্য নির্দিষ্ট আসনের বগিতে উঠতে গেলে ওই তিন আরএনবি সদস্য বাধা দেন। তারা ট্রেনের সামনের দিকে তিনটি বগি দেখিয়ে এর যে কোনো একটিতে ওঠার কথা বলেন। আর টিকিট অনুযায়ী নির্দিষ্ট বগিতে উঠতে গেলে ৩০০ টাকা দিতে হবে বলে জানান।’

‘সেনা সদস্য এই অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এ সময় রাইফেল দিয়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। সেখানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন। গত ২৪ আগস্ট সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ভিডিও থেকে তিন আরএনবি সদস্যকে শনাক্ত করে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।’

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ঘুষ দাবি, মারধর, হত্যার উদ্দেশ্য আক্রমণ ও মানহানির অভিযোগে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

আরএনবি রেলের টিকিট সেনা সদস্যকে মারধর


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর