Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: কামরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ১৪:২১

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়, সামনে দরজা দিয়ে নয়।

শনিবার (২৭ আগস্ট) স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) উদ্দ্যোগে সাগর-রুনি মিলনাযতনে জাতীয় শোক দিবস-২০২২ ‘বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি শুধু বিদেশি দূতাবাসে যায়। বাংলাদেশের জণগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। কিভাবে তারা আমাদের বেইজ্জতি করতে পারে সেই কাজ করে যাচ্ছে। দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র, অপপ্রচার করছে। বিভিন্ন দূতাবাসে গিয়ে নালিশ করছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। যুক্তরাষ্ট্রের একটি কনফারেন্স গিয়ে তিনি বাংলাদেশের কথা উল্লেখ করে বলেন, মানবাধিকার সংকটের তালিকায় বাংলাদেশের নাম নেই। অথচ এই বিএনপি, অপশক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। তাদের ভিক্তি হচ্ছে অপপ্রচার করা, মিথ্যা কথা বলা, মিথ্যার ওপর তাদের অবস্থান। মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, সেই চেষ্টায় তারা ব্যস্ত। জনগণের প্রতি তাদের আস্তা নেই। তারা (বিএনপি) জানে ভোটে প্রকাশ্যে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসার একটা মাত্র পন্থা সাধারণ ভোট, নির্বাচন ছাড়া ক্ষমতা আসার সম্ভাবনা নেই। সেই নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চাচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছে। ইভিএমকে পরীক্ষা না করে অথচ তার বিরুদ্ধে বায়বীয় কথা বলে চলেছে। ইভিএমের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে ভোট কারচুপির করার চেষ্টা করছে। তারা সামনে দিয়ে নয় পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু যাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ১৯৭১ সালের যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদের পরাজয় প্রতিশোধ নেওয়ার জন্য তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। একটা কথা আছে, পরাজয় গ্লানি দীর্ঘস্থায়ী কিন্তু জয়ের আনন্দ ক্ষণস্থায়ী। তার সেই প্রতিশোধ গ্রহণের জন্য বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যা করে। আমরা দেখেছি মোশতাক, ফারুক, রশীদ, জিয়াউর রহমানকে। আমি যখন মুক্তিযোদ্ধা হিসাবে ট্রেনিং নিয়েছি মুজিব বাহিনীর সদস্য হিসেবে, ওই সময় থেকে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে। এরা মুক্তিযোদ্ধার শুরু হওয়ার এক মাস আগে যোগ দেন। এরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা নন।’

কামরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান প্রকৃতিপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানের হয়ে অনুপ্রবেশকারী। মোশতাকের চরিত্র আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি।’

আলোচনায় সভায় আর বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরী, সংগঠনটির অধ্যক্ষ শাহজাহান আলম সাজুসহ অন্যরা।

সারাবাংলা/এআই/একে

আওয়ামী লীগ কামরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর