Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ২০:৩৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১১:৩১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে থানারপুল এলাকার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ে প্রধান ফটকে এ তালা দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে সদর ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ও বিএনপির নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

জেলা বিএনপির কার্যালয়ের অফিস সহকারী মো. দেলোয়ার হোসেন দেলু বলেন, ‘শনিবার বিকেলের দিকে পার্টি অফিস খুলতে যাই। গিয়ে দেখি পার্টি অফিসের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে। পরে আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যার পরে গিয়ে দেখি অফিস নতুন তালা দেওয়া।’

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ‘এই ঘটনাটি শুনতে পেরেছি। তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মী আমাদের কাছে অভিযোগ করেনি।’

সারাবাংলা/এমও

ছাত্রলীগের তালা টপ নিউজ বিএনপির কার্যালয় মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর