ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু
২৮ আগস্ট ২০২২ ১৭:১৫
ঢাকা: পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন।
রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে প্রস্তাবে সমর্থন দেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে কণ্ঠভোটে শামসুল হক টুকু নির্বাচিত হন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন শামসুল হক টুকু।
শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফজলে রাব্বীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ ও তার নির্বাচনি এলাকা গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।
সারাবাংলা/এএইচএইচ/একে