Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প

সারাবাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২২ ১৮:৪৩

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার সুজানগরে দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, দন্ত, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। রোববার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার ৪ হাজার ৭৫১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩৩৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হক, অধ্যাপক ড. নাইদ, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. শামসুল হুদা। এছাড়াও যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

যমুনা ব্যাংক ফাউন্ডেশন যমুনা ব্যাংক লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর