বৃষ্টিতে হাওরাঞ্চলের কৃষকদের মনে স্বস্তি
২৮ আগস্ট ২০২২ ২১:১৩
সুনামগঞ্জ: খরায় দিশেহারা সুনামগঞ্জের হাওরাঞ্চলের আমনচাষিদের মধ্যে গত শুক্রবার (২৬ আগস্ট) ও শনিবারের (২৭ আগস্ট) বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে। তবে আমন চাষাবাদ নিশ্চিতে আগামী ১৫ দিনে আরও বৃষ্টি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন কৃষকরা। তা না হলে সেচ দিয়ে চাষাবাদ করতে হবে। তাতে অনেক জমিতে চাষাবাদ নাও হতে পারে বলে জানান তারা।
সুনামগঞ্জে এবার আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ৮১ হাজার হেক্টর। অন্যান্য বছর এই সময়ে আমন চাষাবাদ থাকে শেষ পর্যায়ে। এবার খরায় পিছিয়েছে চাষাবাদ। গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে। বৃষ্টি পেয়ে আমনের চারা দিতে খেতে নামেন অনেক চাষি।
কৃষকরা বলেন, এক নাগারে ২০ দিনেরও বেশি খরায় মাটি শুকিয়ে গরম হয়ে আছে, শনিবারের বৃষ্টিতে উত্তাপ কমেছে। একইসঙ্গে বৃষ্টির পানি পাওয়ায় ডিজেলের দাম সাশ্রয় হয়েছে কৃষকদের।
লাগাতার খরায় আমনের চারা পোকায় ধরেছিল। জমিতে রোপন করা চারা মরতে শুরু হয়। বৃষ্টিতে আশা বাড়ছে। পোকা কিছুটা ছাড়বে। বৃষ্টির পর অনেকে জমিতে আইল দিতে নামেন। আরেকদিন বৃষ্টি হলেই জমি রোয়া দিতে পারবেন বলে জানান কৃষকরা।
পরিমাণে কম হলেও গত শুক্রবার ও শনিবারের বৃষ্টি আমনচাষে আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু’র। তিনি জানান, বৃষ্টিতে পোকা ছাড়বে। চাষাবাদও বাড়বে।
সিলেট আবহাওয়া অফিসের দায়িত্বশীলরা জানিয়েছেন, আগস্ট মাসে সুনামগঞ্জের হাওরাঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হবার কথা, তা থেকে ৬০ ভাগ কম হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি থাকবে। তবে পরিমাণে কম।
সারাবাংলা/এনএস