চাল আমদানিতে শুল্ক অব্যাহতি
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২১:৪৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ২৩:৪৬
২৮ আগস্ট ২০২২ ২১:৪৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ২৩:৪৬
ঢাকা: দেশের বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে।
রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুগন্ধি ছাড়া অন্যান্য চাল আমদানি করা যবে। তবে, রেয়াতি হারে চাল আমদানির আগে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
সারাবাংলা/পিটিএম