Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজেল আমদানিতে শুল্ক হার কমলো

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২১:৫৪

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম কমানোর লক্ষ্যে ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর (এআইটি) অব্যাহতি দেওয়ার পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার গত ৫ আগস্ট তেলের দাম বাড়ায়। এর পরিপ্রেক্ষিতে পরিবহন খরচ বৃদ্ধিসহ মূল্যস্ফীতি দেখা যায়। মূলত মূল্যস্ফীতি হ্রাসের লক্ষ্যে ডিজেলের ওপর থেকে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সারাবাংলা/পিটিএম

ডিজেল শুল্ক

বিজ্ঞাপন

চমকে উঠলেন অমিতাভ
১৯ নভেম্বর ২০২৪ ২৩:৩৬

একা একা কান্না করতেন শাহরুখ
১৯ নভেম্বর ২০২৪ ২৩:২১

আরো

সম্পর্কিত খবর