Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ২৩:০০

রংপুর: কাউনিয়ায় সিঙ্গেরকুড়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদরাসার এক শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম তাজুল ইসলাম তুহিন। তিনি ইংরেজি শাখার সহকারী শিক্ষক। ভুক্তভোগী ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এর আগে, শিক্ষকের শাস্তির দাবিতে গত বুধবার (২৪ আগস্ট) প্রধান শিক্ষক বরাবর ও গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা এমদাদুল হক।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাদরাসার ইংরেজি শিক্ষক তাজুল ইসলাম এর আগেও এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন। পরে স্থানীয়দের চাপে সে ওই শিক্ষার্থীকে বিয়ে করেতে বাধ্য হন। গত ২৪ আগস্ট দুপুরে ফের মাদারাসার একটি নির্জন কক্ষে একা পেয়ে মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে সে। এসময় মেয়েটি চিৎকার করলে কয়েকজন ছাত্রী ওই কক্ষে চলে আসে। পরে ঘটনাটি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সটকে পড়েন ওই শিক্ষক।

মাদ্রাসা সুপার মাওলানা নজরুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে এরইমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন দিনের সময় দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটির বাবার অভিযোগপত্র গ্রহণ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে তাজুল ইসলাম তুহিন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সংবাদ সম্মেলন করে জানান, একটি পক্ষের রোষানালে পড়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও যৌন হয়রানির মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অভিযুক্ত তুহিন উপজেলার মীরবাগ বাহাগিলী গ্রামের আবুল হোসেনের ছেলে।

সারাবাংলা/এসজে/এমও

রংপুর শিক্ষক বরখাস্ত শিশু শিক্ষার্থী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর