Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৫:৫৭

বান্দরবান: বান্দরবা‌নের নাইক্ষ‌্যংছ‌ড়িতে শাহ আলম‌কে কু‌পি‌য়ে হত‌্যার অভিযোগে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত।

আসামিরা হচ্ছে নাইক্ষ‌্যংছ‌ড়ির মোজাফফর আহমদের ছে‌লে আরিফ উল্লাহ, তার স্ত্রী আসমা সিদ্দিকা, মৃত মখলুজ্জামানের ছেলে মোজাফফর আহমদ ও কক্সবাজার রামুর মো. হো‌সেন প্রক‌াশ কালুর স্ত্রী শাহনাজ বেগম।

এদের মধ্যে আরিফ উল্লাহ ও শাহনাজ বেগমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মোজাফফর আহম‌দ ও আসমা সিদ্দিকা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সোমবার (২৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালতের জেলা জজ ফজলে এলা‌হী ভূঁইয়া এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল ক‌রিম বিষয়‌টি নি‌শ্চিত করেছে।

মামলা সূ‌ত্র জানায়, ২০১৬ সা‌লের ৯‌ডিসেম্বর সকাল ৭টার সময় বসত‌ভিটার পূর্ব শত্রুতার জেরে অত‌র্কিতভাবে হাতে দা, লোহার রড ও লা‌ঠি নিয়ে শাহ আলমের ঘরে প্রবেশ করে আসামিরা শাহ আলমকে হত্যা করেন। এ সময় তাদের আঘাতে আরাফাতুন্নেছা আরফাও গুরুতর জখমপ্রাপ্ত হন।

এ ঘটনায় আরিফউল্লাহ ও শাহনাজ বেগম গ্রেফতার হলেও বাকিরা পলাতক ছিলেন।

সারাবাংলা/একে

বান্দরবান হত্যা মামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর