ঢাকা: দক্ষিণখান এলাকায় ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থী সানজানার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ আগস্ট) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তা গ্রহণ করেন। দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর মোছা. রেজিয়া খাতুনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেন।
জানা যায়, গত ২৭ আগস্ট রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার ১০তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা (মনি) বাদী হয়ে মামলা করেন।
মামলায় ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে। আত্মহত্যার আগে সানজানা চিরকুটে তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।