Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলায় ছিল না ভ্যাকসিন, সাপের কামড়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৭:৪৭

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাপের কামড়ে মো. পারভেজ বেপারী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ বৌলতলী গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

গতকাল রোববার দিবাগত রাতে লৌহজং উপজেরার বৌলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সোমবার (২৯ আগস্ট) নিহতের স্বজনরা জানান, রাতে সাপে কাটার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক এখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নেই বলে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. পলাশ বেপারী জানান, প্রতিদিনের মত তারা দুই ভাই একসঙ্গে ঘুমিয়েছিলেন। দিবাগত রাত দেড়টার দিকে পারভেজের ডান হাতের আঙ্গুলে সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে হাত রশি দিয়ে বাঁধ দিয়ে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের জানান, এখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নাই। তারা ঢাকায় নিয়ে যেতে বলে। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ ভাইকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আরও বলেন, ‘যদি আমাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর ভ্যাকসিন পাওয়া যেত তাহলে আমার ভাই মারা যেতো না।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, রোগীকে অনেক সময় দেরি করে হাসপাতালে নিয়ে আসে এবং রোগীর পালস ছিল না। এখানে কৃত্রিম শ্বাসযন্ত্রের ব্যবস্থা নেই তাই রোগীকে ঢাকায় রেফার করা হয়।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ কর্মীর মৃত্যু ভ্যাকসিন সাপের কামড়

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর