রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর
২৯ আগস্ট ২০২২ ১৭:৫৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ১৯:২১
ঢাকা: ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ আগস্ট) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সদর বলেন, আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার পাশাপাশি তার সংগঠনের রাজনৈতিক কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার নিয়ন্ত্রণাধীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালু থাকবে বলে জানিয়েছেন শিয়া এই নেতা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুকতাদা আল সদর এর আগেও কয়েকবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে প্রতিবারই কয়েকদিন পর তিনি ফের রাজনীতিতে সক্রিয় হন।
সম্প্রতি মুকতাদা আল-সদর ও ইরানপন্থী শিয়া নেতাদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। এর জেরে ইরাকে দীর্ঘ সময় থেকে কোনো সরকার গঠিত হচ্ছে না। গত জুনে মুকতাদা আল সদর ইরাকের পার্লামেন্ট থেকে তার নিজ দলের আইনপ্রণেতাদের পদত্যাগের নির্দেশ দেন।
জুলাইয়ের শেষ দিকে মুকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট ও সরকারি ভবনগুলো দখল করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে দেশটির নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া থেমে যায়।
এবার মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন। তার এ ঘোষণায় ইরাকের রাজনীতি আরও অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সারাবাংলা/আইই