Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে স্বাভাবিক প্রসব হার ৬৯ শতাংশ

স্পেশাল করেপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৯:১০

ঢাকা: দেশে বর্তমানে স্বাভাবিক প্রসব হার সবচাইতে বেশি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বর্তমানে দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ এবং সিজারিয়ান ডেলিভারীর হার ৩১ শতাংশ।’

সোমবার (২৯ আগস্ট) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, দেশে স্বাভাবিক প্রসব হার বৃদ্ধি ও সিজারিয়ান সেকশন হ্রাসকল্পে প্রমোশন অব নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, প্রিভেনশন অব আননেসেসারি সিজারিয়ান সেকশন এন্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট নেসিসিটি এন্ড জাস্টিফিকেশন অব ক্রিয়েশন সেকশন শীর্ষক কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন। এই প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবের ইতিবাচক বিষয়ে আলোচনা এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের বিষয়ে গর্ভবতী মায়ের অবহিত করা হয়।

তিনি আরও জানান, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা নিশ্চিত করতে বাড়িতে বাড়িতে গিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মা সমাবেশ করা হচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

৬৯ শতাংশ স্বাভাবিক প্রসব হার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর