সামনে এলো রাজ-পরীর ৪ শাবক
২৯ আগস্ট ২০২২ ১৯:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ২১:০১
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে জন্ম নেওয়া চার শাবকের নামকরণ শেষে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে। জন্মের এক মাস পর তাদের মানুষের সামনে নিয়ে আসা হলো।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে রাজ-পরী দম্পতি চার শাবককে ছোট খাঁচা থেকে বের করে বড় খাঁচায় নিয়ে আসেন।
গত এক মাস ধরে বাচ্চাগুলোর কাছ থেকে একটুও সরেনি বাঘিনী পরী। কিন্তু চার শাবককে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের সামনে আনতে হবে, তাই কিছুক্ষণের জন্য পরীকে সরিয়ে নেওয়া হয়েছিল পাশের খাঁচায়।
গত ৩০ জুলাই রাতে পরী এই চারটি শাবক প্রসব করে। চারটি শাবকই সাদা রঙের। অবশ্য এর আগে এই দম্পতির সংসারে শুভ্রা নামের আরও একটি সাদা বাঘের জন্ম হয়েছিল।
উল্লেখ্য, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ৩০ লাখ টাকায় কিনে আনা হয়েছিল এই বাঘ দম্পতিকে। এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রয়েছে ১৬টি।
ছবিগুলো চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তোলা।
ছবি: শ্যামল নন্দী, স্টাফ ফটো করেসপন্ডেন্ট
সারাবাংলা/পিটিএম