Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাইমুড়ীতে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপি নেতা খোকন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ২০:৩৪

ঢাকা: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে, গত শনিবার (২৭ আগস্ট) মাহবুব উদ্দিনসহ ৪৯৪ জনের নামে সোনাইমুড়ী থানায় মামলা হয়। মামলায় খোকনসহ ৯৪ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত শনিবার দিনগত রাতে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

আগাম জামিন বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন সোনাইমুড়ীতে সংঘর্ষ হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর