সিলেটে শতভাগ চা শ্রমিক কাজে যোগ দিয়েছেন
২৯ আগস্ট ২০২২ ২১:১৬
সিলেট: সিলেটের ২৩টি চা বাগানের শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। উৎসবমুখোর পরিবেশে সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেন।
এতে করে দিনভর কর্মব্যস্ত ছিলো বাগান এলাকা। শ্রমিকসহ বাগানের কর্মকর্তারা এক সঙ্গে মিলেমিশে কাজ করেন। শ্রমিকরা জানিয়েছেন, চা বাগান পরিচর্চা ও পাতা উত্তোলনের কাজে এখন তারা মনোনিবেশ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণায় খুশি জানিয়ে শ্রমিক নেতারা জানিয়েছেন, বাগানের শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষার দিকে এখনই সরকারের নজর দেওয়া প্রয়োজন।
৩০০ টাকা মজুরির দাবিতে গত ১৯ দিন কর্মবিরতিসহ আন্দোলন করেছেন চা শ্রমিকরা। দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনার পরও আন্দোলনের সফলতা পাননি। অবশেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করা হয়।
গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকপক্ষের ১৩ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রেশনসহ সব সুযোগ-সুবিধা মিলে দৈনিক প্রায় ৫০০টাকা পাবেন তারা।
সারাবাংলা/এমও