Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার অসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ২২:৫০

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার। পূর্ণাঙ্গ বিচার হয়নি। যাদের বিচার হয়নি তাদের বিরুদ্ধে এখনও চার্জশিট হতে পারে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘রক্তাক্ত আগস্ট ও মায়ের কান্না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা কুশীলব তাদের সবার বিচার হয়নি। এই ঘটনায় যারা বেনিফিশিয়ারি তাদের বিচার হয়নি। বঙ্গবন্ধুকে প্রটেকশন দেওয়ার জন্য সিভিল এবং ল ইনফোর্সমেন্ট এজেন্সির যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কি ব্যর্থ হয়েছেন নাকি নিজেদের কচ্ছপের মত গুটিয়ে রেখেছিলেন, তাদেরও বিচার করা হয়নি। ফলে তাই বলতে চাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার। পূর্ণাঙ্গ বিচার হয়নি।’

তিনি আরও বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ১৭৩ এর সাব সেকশন টু এর স্মল বি অনুসারে, এখনো চার্জশিট হতে পারে। যারা মারা গেছে তাদের বিচার হবে না তবে ততটুকু দেখা যেতে পারে, তিনি জড়িত এই তথ্য পাওয়া গেছে। যেহেতু তিনি মারা গেছেন, তাই তার বিচার করা গেল না। এভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বরূপ সামনে নিয়ে আসা না গেলে এখনো যে মোস্তাক জন্মাবে না, আবার যে জিয়া জন্মাবে না, আবারো যে জুডিশিয়ারি ইতিহাসের কলঙ্ক রচনাকারী আবু সাদাত মোহাম্মদ সায়েমরা আসবেন না এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসেছেন বলে সাহস নিয়ে বিচার করেছেন। অন্যথায় এই বিচার হতো না।’

বিজ্ঞাপন

আলোচনায় আপিল বিভাগের (অব.) বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আসামিদের বর্ণনা ও সাক্ষী অনুযায়ী আসল যারা নাটের গুরু, তাদের বিচার হয়নি। এই মামলার নাটের গুরু ছিলো জিয়া। ১৪ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার আগে জিয়া কোনদিনই মুক্তিযোদ্ধা ছিলোনা। জিয়া ছিলো পাকিস্তানের চর। ১৯৭১ এর পর থেকেই জিয়ার লক্ষ্য ছিলো বঙ্গবন্ধুকে হত্যা করা।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন- একুশে পদক প্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়, বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ নবী নেওয়াজ খাঁন, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত ও বিএনপির সরকারের নির্যাতনের শিকার বিশ্বজিৎ নন্দি এবং বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়সহ অনেকে।

সারাবাংলা/ইএইচটি/এমও

প্রাণিসম্পদ মন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিচার অসম্পূর্ণ শ ম রেজাউল করিম

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর