Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়ক সোহেল চৌধুরী হত্যা: বাদীর জেরা অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ১২:৩৮

ঢাকা: জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বাদী ও নিহতের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরীর জেরা চলমান রয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালতে তৌহিদুল ইসলাম চৌধুরীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে জেরা শেষ না হওয়ায় আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী জেরার জন্য তারিখ ধার্য করেন।

গত ২৮ আগস্ট মামলার বাদী তৌহিদুল ইসলাম চৌধুরী আদালতে জবানবন্দি দিয়েছেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী এই তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, তারিক সাঈদ মামুন, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী, ফারুক আব্বাসী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।

জানা যায়, রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সারাবাংলা/এআই/এমও

সোহেল চৌধুরী হত্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর