ঢাকা: দুই ধর্ষণ ও একটি অপহরণের পর হত্যার অভিযোগের পৃথক তিন মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— শামসুল হক, মো. রাসেল, শহিদুল ও সুজন। এদের মধ্যে শহিদুল ও সুজন অপহরণের পর হত্যা মামলার আসামি।
অপহরণ পর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৫ মার্চ মিরপুরে চতুর্থ শ্রেণির ছাত্র মাহিনকে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর পিতা মহিউদ্দিন।
২০১৯ সালের ১৯ এপ্রিল মামলার তদন্ত শেষে আসামি শহিদুল ও সুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। ২০২১ সালের ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলার বিচার চলাকালীন আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আসামি শামসুল হকের মামলার অভিযোগ থেকে জানা যায়, তিনি মিরপুরে একটা বাসার দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ মামলার ভুক্তভোগী নার্সারির ছাত্রীকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ২০২০ সালের ১৬ আগস্ট ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে মিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
২০২১ সালের ৪ জানুয়ারি তদন্ত শেষ তার বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় পুলিশ। পরের বছর ১৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আসামি রাসেলের মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৬ আগস্ট সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। তদন্ত শেষ ২০১৫ সালের ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় পুলিশ। ২০১৫ সালের ৯ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন ছয় জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।