Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ আগস্ট ২০২২ ২২:৫২

রাঙামাটি: পাহাড়ে আঞ্চলিক দলগুলোর ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে (৩০ আগস্ট) অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও প্রসিত বিকাশ খীসার ইউপিডিএফকে অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত ও হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

‘ঐক্য উত্থাতন, বিভেদের পতন’; ‘জুম্মো দিয়ে জুম্মো ধ্বংসের সরকারি নীলনকশা ভেস্তে দিতে এক হও, প্রতিরোধ গড়ে তোল’ স্লোগানে বাঘাইছড়ি উপজেলার সাজেকবাসীর উদ্যোগে উজোবাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানবন্ধন চলাকালে বক্তব্যে দেন সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য পরিচয় চাকমা, নতুন জয় চাকমা, মিলা চাকমা প্রমুখ।

মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এছাড়াও সাজেক ইউনিয়নের বঙ্গলতলী, মাচালং, ভিজেনন্দরাম এলাকায় একই কর্মসূচি পালিত হয়েছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর