‘উচ্চশিক্ষার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির সঙ্গেও পরিচয় হবে’
৩১ আগস্ট ২০২২ ০৮:৫৮
চট্টগ্রাম ব্যুরো: উচ্চশিক্ষার জন্য ভারতের বৃত্তি পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন। উচ্চ মাধ্যমিক পরবর্তী ৭৭ জন শিক্ষার্থী এবার ‘দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কারচারাল রিলেশনশিপ’ (আইসিসিআর) আওতায় শিক্ষাবৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উপমন্ত্রী নওফেল বলেন, ‘উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক গুরুত্ব আছে। আমাদের শিক্ষার্থীরা ভারতে গিয়ে একদিকে যেমন উচ্চশিক্ষা গ্রহণ করবে, তেমনি সেই দেশের বৈচিত্র্যময় আঞ্চলিক সংস্কৃতির সঙ্গেও পরিচিত হবে। বিশাল ভারতের একেক অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্য একেক ধরনের। এই যে বহুমাত্রিক বৈচিত্র্যের মেলবন্ধন, এর সঙ্গে যুক্ত হয়ে আমাদের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেককিছু শিখবে।’
‘আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তাদের সম্পর্কেও আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে। আমি আশা করি, আমাদের তরুণ মেধাবীরা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে সকল ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নেতৃত্ব দেবে’- বলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। এই সম্পর্ক রক্তের বাঁধনে বাঁধা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’
স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্সের শিক্ষার্থীরা এবার ভারতের আইসিসিআর সুবর্ণজয়ন্তী স্কলারশিপ স্কিমের অধীনে এই শিক্ষাবৃত্তি পেয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা তাদের নিজস্ব শৈল্পিক পরিবেশনা তুলে ধরেন। এছাড়া গান, নাচ ও কবিতায় বৃত্তিপ্রাপ্তদের বরণ করে নেওয়া হয়।
সারাবাংলা/আরডি/এনএস