Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২ ১০:৫৩

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ আর নেই। মঙ্গলবার রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালকে উদ্ধৃত করে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুরুতর ও দীর্ঘকালীন অসুখে ভুগে মিখাইল গর্বাচেভ আজ মারা গেলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব বলেন, গর্বাচেভ ‘ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন।’ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

পশ্চিমা বিশ্বে এই সোভিয়েত নেতাকে সংস্কারের স্থপতি হিসেবে দেখা হয়। তিনি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে চলে আসা তীব্র উত্তেজনা তথা স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখেন। পূর্ব ও পশ্চিমের সম্পর্কে ব্যাপক পরিবর্তন আনার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখায় তাকে ১৯৯০ সালে শান্তিতে নোবেল দেওয়া হয়।

সারাবাংলা/এএম

টপ নিউজ মিখাইল গর্বাচেভ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর