Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক টিকিট দুইবার বিক্রি, সহজ ডটকমকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ১৫:১৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ ১৭:১০

ঢাকা: একই আসনের টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৩১ আগস্ট) অধিদফতরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর এই রায় ঘোষণা করা হয়।

জানা গেছে, বিশ্বজিৎ সাহা নামে এক যাত্রী সহজের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেছেন, সহজ থেকে যে ট্রেনের টিকিট কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। তার এ অভিযোগ প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সারাবাংলা/ইএইচটি/জেআর/আইই

টপ নিউজ সহজ ডটকম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর