Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা, অভিযুক্ত বাবা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় বাবার বিরুদ্ধে চিরকুট লিখে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজনা মোসাদ্দিকা (২১) আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তির নাম শাহীন আলম। তাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এই ঘটনায় নিহতের লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে তার আত্মহত্যার জন্য বাবাকে ‘অত্যাচারী ও রেপিস্ট’ হিসেবে দায়ী করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনার পর থেকে নিহত ছাত্রীর বাবা শাহীন আলম আত্মগোপনে ছিলেন। তাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেফতার করা হলো। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন সানজনা। তিনি বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

সারাবাংলা/ইউজে/একে

চিরকুট টপ নিউজ শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর