Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদেরকে বিদায় জানাতে দলের কাউন্সিল ডেকেছেন রওশন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ২০:১৪

ঢাকা: জাতীয় পার্টর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের ছোটভাই জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে তার পদ থেকে বিদায় জানাতে বেগম রওশন এরশাদ আগামী নভেম্বরে কাউন্সিল ডেকেছেন। থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকেই তিনি এক চিঠির মাধ্যমে এই কাউন্সিল ডাকেন।

আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির দশম কাউন্সিল করবেন তিনি। কাউন্সিল উপলক্ষে গঠিত কমিটিতে আছেন- পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক মহাসচিব এবিএম, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম।

বিজ্ঞাপন

কাউন্সিলে উল্লিখিত নেতারা যুগ্ম আহ্বায়ক থাকবেন। এ ছাড়া এরশাদের রাজনৈতিক সচিব এরশাদ মুক্তি পরিষদের সাবেক সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পদে নিয়োগ দেন।

রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ সারাবাংলাকে বলেন, আগামী ২৬ নভেম্বর জাপার দশম কাউন্সিল অধিবেশন ডেকেছেন রওশন এরশাদ। সেই উপলক্ষে গঠিত কমিটিতে রওশন এরশাদ নিজেকে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা করেছেন। ওই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে আমাকে।

রওশন এরশাদের কাউন্সিল আহ্বান প্রসঙ্গে জি এম কাদের সাংবাদিকদের বলেছেন, আমি বিষয়ে কিছু জানি না। আমাকে কিছু জানানোও হয়নি। শুধু তাই, দলের কাউন্সিল আহ্বান করার কোনো এখতিয়ার তার (রওশন এরশাদ) নেই।

কাউন্সিল আহ্বানের চিঠিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ (এমপি) বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জাতীয় পার্টির গঠনতান্ত্রিক প্রদত্ত ক্ষমতাবলে পার্টির দশম কাউন্সিল আহ্বান করছি। এ কাউন্সিল ২০২২ সালের ২৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আমি দীর্ঘদিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এ সময় আমি লক্ষ করি, জাতীয় পার্টির গঠনতান্ত্রিক লক্ষ্য-উদ্দেশ্য, নিয়মাবলি এবং পার্টির মূল আদর্শ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। বর্তমানে পার্টি গঠনতান্ত্রিক গৃহীত আদর্শ, নিয়ম ও নীতিমালা থেকে সরে গিয়ে ভ্রান্তপথে অগ্রসর হচ্ছে।

২০১৪ সালের ২ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা সংরক্ষণ ও দেশের গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রেখেছে বলে দাবি করেন রওশন এরশাদ।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর