১ লাখ ৬০ হাজার টন সার আমদানি করবে সরকার
৩১ আগস্ট ২০২২ ২০:৫৭
ঢাকা: দুবাই ও সৌদি আরব থেকে ১ লাখ ৬০ হাজার টন এমওপি (মিউরেট অব পটাশ) ও ইউরিয়া সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২৮৭ কোটি ৪৫ লাখ ৪১ হাজার টাকা।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের জানান, সরকারের ক্রয় সংক্রান্ত কমিটিতে টেবিলে উত্থাপিত প্রস্তাবসহ মোট ১৫ টি প্রস্তাব উপস্থাপিত হলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফেকলো জেনারেল ট্রেডিং এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে ১ লাখ টন এমওপি সার সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৯৩১ কোটি ৪৯ লাখ টাকা। এ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সৌদি আরবের এসআইআইজি অ্যাগ্রি নিউট্রিশন কোম্পানি থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকা।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে এসআইআইজি অ্যাগ্রি নিউট্রিশন কোম্পানি থেকে সপ্তম লটে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকা।
সারাবাংলা/জিএস/একে