তারেক রহমানের ‘বগুড়া মডেলের’ রাজনীতি চান নোমান
৩১ আগস্ট ২০২২ ২১:০১
চট্টগ্রাম ব্যুরো : সারাদেশে তারেক রহমানের ‘বগুড়া মডেলের’ রাজনীতি ছড়িয়ে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবন প্রাঙ্গনে ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি যখন রাজনীতি শুরু করেছিলেন, বগুড়া থেকে শুরু করেছিলেন। তিনি সংগঠনকে ঢেলে সাজিয়ে বগুড়া মডেলের রাজনীতি শুরু করেছিলেন। তারেক রহমানের বগুড়া মডেলের রাজনীতি এখন জেলায় জেলায় আবার শুরু করতে হবে, ছড়িয়ে দিতে হবে। তারেক রহমানের বগুড়া মডেলের রাজনীতিকে মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে হবে।’
আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছিল, শহীদ জিয়াকে হত্যা করায় বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনেক চেষ্টা করে, মামলা-হামলা করেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি।’
দেশ আজ সংকটে নিপতিত মন্তব্য করে বর্ষীয়ান রাজনীতিক নোমান বলেন, ‘চোরাকারবারি আর আওয়ামী লীগের লুটপাটকারীরা মানুষের সম্পদ করায়ত্ত করে রেখেছে। ডলারের দাম বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, আজ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ হিমশিম খাচ্ছে। গরীবের পেটে ভাত জুটছে না। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এ দেশকে রক্ষা করতে হবে। এদেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে। এদেশের জনগণকে রক্ষা করতে হবে।’
নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মরণপণ লড়াই করতে হবে। সবাইকে সংগঠিত হয়ে লড়াই করতে হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু এই সরকারের অধীনে কোনো সুন্দর নির্বাচন হবে না। এজন্য সরকারের পতন ঘটাতে হবে। গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ছাড়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সারাবাংলা/আরডি/একে