যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
৩১ আগস্ট ২০২২ ২৩:৫০
ঢাকা: প্রায় চার বছর আগে রাজধানীর হাজারীবাগে যৌতুকের দাবিতে মারুফা বেগমকে হত্যা মামলায় স্বামী সুজন মিয়াকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩১ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার এ আদেশ দেন। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি সুজন মিয়া আগে স্ত্রী-সন্তান থাকলেও তা গোপন করে মারুফা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পর আসামি নানা সময়ে মারুফার কাছে যৌতুক হিসেবে টাকা চান। প্রথমদিকে কিছু টাকা দেওয়া হয়। পরে ২০১৮ সালের ২৭ এপ্রিল রাত ৮ টায় আসামি সুজন ফের তার স্ত্রী মারুফার কাছে গাড়ি কিনবে বলে ২ লাখ টাকা যৌতুক চান।
কিন্তু মারুফা যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তার স্বামী সুজন কিল-ঘুষি, লাথি দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেয়। এরপর ঘরে থাকা লোহার পাইপ দিয়ে তার মাথায় মারেন। এরপর মারুফার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামি তার দুই মেয়েকে নিয়ে চলে যান। পরে মারুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মৃত্যুবরণ করেন।
ওই ঘটনায় ২০১৮ সালের ২৮ এপ্রিল সন্ধ্যায় মারুফার ভাই রুবেল হাওলাদার বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন।
২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক ফকরুল আলম আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত মামলাটিতে বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
সারাবাংলা/এআই/একে