Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থ-সম্পদের পেছনে ছুটলে নেতৃত্বের যোগ্যতা থাকে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ০০:০৫

ঢাকা: ছাত্রলীগের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গড্ডালিকা প্রবাহের মতো অর্থ-সম্পদের পেছনে ছুটলে অর্থ-সম্পদেই ভেসে যেতে হয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না। দেশকেও দেওয়া যায় না, মানুষকেও দেওয়া যায় না। তাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন সংগঠনটির সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শিক সংগ্রামের নানাদিক তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ‘আমার লক্ষ্যই ছিল যে, ক্ষমতায় থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীটা যেন আমরা উদযাপন করতে পারি। আমাদের জাতির পিতার আদর্শ বুকে নিয়ে তার হাতে তৈরি সংগঠন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। উন্নত বাংলাদেশ গড়তে হবে।’

সারাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের যার যার এলাকায় কোনো গৃহহীন-ভূমিহীন মানুষ থাকলে তা খুঁজে খবর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘কোনো মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবে না জাতির পিতার এই বাংলাদেশে। এটাই আমাদের সিদ্ধান্ত। জন্মশতবার্ষিকীতে এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজেই সেই ব্যাপারে আমি কিন্তু নেতাকর্মীদের সহযোগিতা চাই।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘একেবারে গ্রাম থেকে যেন উন্নয়নটা উঠে আসে- সেটাই আমার লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আর আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে মুক্তিযুদ্ধের আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। যেন সঠিক নেতৃত্ব দেওয়া যায়। ধন-সম্পদ, টাকা-পয়সা এগুলো কাজে লাগে না। করোনার সময় অনেক ধনী মানুষের টাকা পাহাড়ও কাজে লাগে নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাই বাস্তবতা।’

তিনি বলেন, ‘চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগুতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো অর্থ-সম্পদের পেছনে ছুটলে ওই অর্থ-সম্পদেই ভেসে যেতে হয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না।’

জাতির পিতার লেখা বইসহ সিক্রেটস ডকুমেন্টসের খন্ডগুলো সবাইকে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, ‘এটা পড়লে অনেক কিছু শেখা যাবে। অনেক জানার আছে। রাজনীতির অনেক জ্ঞান অর্জন করা যাবে।’

পরিশেষে ছাত্রলীগের জয় হোক, ছাত্রলীগ বলিষ্ট হউক, আগামী দিনে নেতৃত্ব দিক- এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সভায় আরও বক্তৃতা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

সারাবাংলা/এনআর/পিটিএম

অর্থ-সম্পদ নেতৃত্ব প্রধানমন্ত্রী যোগ্যতা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর