কড়ই-শিমুল গাছে বাসা বেঁধেছে হাজারও শামুকখোল
১ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৪
নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলার থানা চত্বরের পেছনের সুবিশাল কড়ই ও শিমুল গাছ শামুকখোল পাখির ‘অভয়ারণ্য’ হয়ে উঠেছে। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা পেয়ে কয়েক হাজার শামুকখোল এসে আশ্রয় নিয়েছে গাছগুলোতে। হাজারও পাখির কলকাকলিতে মুখর গোটা এলাকা।
গাছের মগডালের শাখা-প্রশাখার সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে হাজার হাজার সাদা-কালো বাহারি পাখি। থানা ও বাজারে রয়েছে সুবিশাল কড়ই, শিমুল, বটগাছ। এসব গাছে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি সংসার পেতে নিরাপদ প্রজননের মাধ্যমে বংশবিস্তার করছে। প্রতিটি বাসায় এসেছে ৩/৪টি করে নতুন অতিথি।
স্থানীয় হাটের ইজারাদার ইমরান হোসেন অভি জানান, উপজেলার চারপাশ পাখিদের খাদ্য আহরণে রয়েছে, ধাইজান, চাড়ালকাটা নদী, বিল, মজা পুকুর। এসব জলাশয়গুলোতে প্রচুর মাছ ও শামুক পাওয়া যায়। তাই বছরের ৫/৬ মাস এত পাখির দেখা মেলে।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘প্রসাশনের পক্ষ থেকে বাজার এলাকায় পাখির অভয়ারণ্য গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সারাবাংলা/এমও