Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্রাইয়ে পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

আব্দুর রউফ পাভেল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৬

নওগাঁ: একসময়ের প্রধান অর্থকারী ফসল পাট চাষে কৃষক ক্ষতির সম্মুখীন হলেও চলতি মৌসুমে শস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় ২৪০ হেক্টর জমিতে হচ্ছে পাট চাষ করা হয়েছে। বিশ্বব্যাপী সোনালি পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও এ উপজেলায় আবার নতুন করে পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ফলে পাটচাষে আগ্রহ বাড়ছে কৃষকের।

চলতি মৌসুমে উপজেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। টানা কয়েক বছর ধরে সোনালি আঁশের মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় কৃষক। ফলে এ বছরেও ব্যাপক হারে পাট চাষ করেছেন আত্রাইয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন ও ভালো দামের স্বপ্ন দেখছেন উপজেলার প্রান্তিক কৃষকরা।

বিজ্ঞাপন

উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক বলেন, ‘এ বছর আমি তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করছি, এ বছরও পাটের ভালো দাম পাব।’

পাঁচুপুর ইউনিয়নের কৃষক সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। আশা করছি এবার ফলন ভালো হবে।’

বিশা ইউনিয়নের হরিশপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমি কয়েক বছর ধরে পাট চাষ করেছি। কিন্তু ভরা মৌসুমে পাটের বাজার মূল্য কম থাকে। এসময় ব্যবসায়ীরা কম দামে পাট কিনে মজুত করে রেখে পরবর্তী সময়ে অনেক বেশি দামে বিক্রি করেন। মৌসুমেই ভালো দাম মিললে পাটচাষ আরও বাড়বে। ’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাওছার হোসেন জানান, আত্রাই উপজেলায় এ বছর ২৯৫ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে প্রায় ২৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের চাষ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আত্রাই পাট চাষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর