Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওএমএস’ এবং খাদ‍্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১১:১৩

নওগাঁ: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সঙ্গে নওগাঁ জেলায় ওএমএস এবং খাদ‍্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় শহরের মুক্তির মোড় এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান।

এ সময় খাদ‍্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ‍্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান, জেলা খাদ‍্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলা প্রশাসন ও খাদ‍্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং ওএমএ ও খাদ‍্যবান্ধব কর্মসূচির ডিলাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা খাদ‍্য নিয়ন্ত্রক আলমগীর কবির জানিয়েছেন, জেলার নওগাঁ পৌরসভায় ১৩টি, নজিপুর পৌরসভায় ৪টি, ধামইরহাট পৌরসভায় ৩টি এবং অন‍্য ৮টি উপজেলার ১৬টি পয়েন্টে ৩৬ জন ডিলারের মাধ‍্যমে প্রতিদিন ৭২ মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি মূল‍্যে বিক্রি করা হচ্ছে।

অপরদিকে, জেলার ৯৯টি ইউনিয়নে মোট ২০৩টি কেন্দ্রে খাদ‍্যবান্ধব কর্মসূচির আওতায় ১ লাখ ১৯ হাজার ৩৮ জনকে মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

সারাবাংলা/এমও

ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি চাল বিক্রি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর