Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়লার পরিচালকদের সনদ পূর্বাবস্থায় বহাল থাকবে: হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১২:২৫

ঢাকা: বয়লার পরিচালকদের সনদ পূর্বাবস্থায় বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বয়লার আইন-২০২২ এর ১২ ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এই রুল জারি করেছে।

বাংলাদেশ বয়লার আইন-২০২২ এর ১২ ধারা চ্যালেঞ্জ করে ৫৪ জন বয়লার অপারেটর হাইকোর্টে রিট পিটিশন নং-১০২৪৩/২০২২ দায়ের করেন। গত ২২ আগস্ট এই আইন চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়েছিল।

হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও আখতারুজ্জামানের আদালতে গত ৩০ আগস্ট, মঙ্গলবার এই রিটের শুনানি হয়। শুনানি শেষে কেন উক্ত আইন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে সরকারের প্রতি রুল জারি করেন। সঙ্গে সঙ্গে বিদ্যমান আবেদনকারীদের বয়লার সনদ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকারও নির্দেশ দেন।


উল্লেখ্য, নতুন বয়লার আইনে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসেবে তিনটি গ্রেড করা হয়। পূর্বের প্রথম শ্রেণির গ্রেডকে দ্বিতীয় এবং দ্বিতীয় শ্রেণির গ্রেডকে তৃতীয় গ্রেডে আনীত হয়।

রিটে আইন সচিব এবং প্রধান বয়লার পরিদর্শকে বিবাদী করা হয়।

হাইকোর্টে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক আইনজীবী সাইফুর রহমান। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ডিএজি ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

সারাবাংলা/এমও

বয়লার পরিচালক হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর