‘তোমার কাছে কৈফিয়ত দেব কেন’
১ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৮
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছিরকে হলে সুপেয় পানির ব্যবস্থা এবং অন্যান্য সমস্যা প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে তিনি বলেছেন, ‘তোমার কাছে কৈফিয়ত দেব কেন?’
পাশাপাশি ওই সাংবাদিককে হেনস্তা করে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গতকাল বুধবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুর রহমান শুভ।
তবে অধ্যাপক আব্দুল বাছিরের দাবি, বিষয়টি ‘বাড়িয়ে’ বলছেন ভুক্তভোগী সাংবাদিক।
শুক্রবার (১ সেপ্টেম্বর) ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান শুভ সারাবাংলাকে বলেন, “আমি ফোন করে পূর্বানুমতি নিয়ে তার রুমে প্রবেশ করি। কিন্তু প্রবেশ করার পরই তিনি দ্রুত কথা বলতে বলেন। আমি প্রশ্ন করতেই উত্তরে তিনি আমাকে রাগত স্বরে বলেন, ‘তোমাকে কৈফিয়ত দেব কেন’?”
আশিকুর রহমান শুভ বলেন, ‘পরে তুচ্ছ-তাচ্ছিল্য করে তিনি আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন।’
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির সারাবাংলাকে বলেন, ‘ওই ছেলের প্রশ্ন করার ধরণ ঠিক ছিলো না। অভদ্রভাবে প্রশ্ন করেছে’
‘কৈফিয়ত দেব কেন’— এমন কথা তিনি বলেননি উল্লেখ করে অধ্যাপক বাছির বলেন, ‘আমি এমন কথা বলিনি। ওই সাংবাদিক বাড়িয়ে বলছেন’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা অন্য হলের তুলনায় বেশি টাকা ফি দিলেও হলে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। পানির ফিল্টার বসাতে একাধিকবার কমিটি করা হলেও দৃশ্যমান কোনো উন্নতি নেই। এছাড়া গত প্রায় অর্ধদশক হলের লাইব্রেরিটি বন্ধ। বাইক স্ট্যান্ড তৈরি হলেও সেটিও খোলা হচ্ছে না। পেপার রুম ও গেমস রুম হল ছাত্রলীগের দখলে ‘গণরুম’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সারাবাংলা/আরআইআর/এমও