Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌযানের ভাড়া কিলোমিটারে কমলো ১৫ পয়সা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৬

ঢাকা: জ্বালানি তেলের দাম কমানোয় বাসের পর এবার নৌযানের ভাড়া কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া কমবে নৌযানের। যা বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর