Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৭

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আতিকুর রহমান আতিক (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বাড়ির কাছে যমুনা নদীতে গোসাল করায় সময় গভীর পানিতে ডুবে নিখোঁজ হয় আতিক। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নয়াপাড়া এলাকায় যমুনা নদী থেকে আতিকের মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান আতিক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ২ নম্বর কাটাখালি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটর ১ম বর্ষের ছাত্র।

জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে তার এক আত্মীয় আজিজার রহমান মন্ডলের বাড়িতে বেড়াতে এসেছিলেন আতিক।

সারাবাংলা/পিটিএম

গোসল পানিতে ডুবে মৃত্যু যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর