Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টা খোলা থাকবে ঢাকা মেডিকেল এলাকার ৩ ফার্মেসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৬

ঢাকা: আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ডি এস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি। এভাবে অন্যান্য হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের দোকান থেকে আবেদন করলে তাদেরকেও প্রয়োজন অনুযায়ী অনুমোদন দেওয়া হবে।

ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি লুৎফর রহমান খান-এর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসি থেকে শর্ত সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুমোদন প্রসঙ্গে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘ঢাকা মহানগরীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মেয়র মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, তাতে সবাই সাড়া দিচ্ছেন। আজকে তিনটি ফার্মেসিকে অনুমোদন দেওয়া হয়েছে। যারা আবেদন করবে তাদের আবেদন পর্যালোচনা করে অনুমোদন দেব। এই অনুমোদন কার্যক্রম একদিনেই সম্পন্ন করা হবে।’

সারাবাংলা/আরআরএফ/একে

টপ নিউজ ঢাকা মেডিকেল ফার্মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর