বাড্ডার গোলাগুলিতে নিহতের ঘটনায় মামলা
২৪ এপ্রিল ২০১৮ ২১:৪৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ২১:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে বাড্ডা থানায় মামলাটি দায়ের করা হয়।
সূত্র মতে, বাড্ডার চেয়ারম্যান জাহাঙ্গীর বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। ফারুক আহমেদ ওরফে ভাগ্নে ফারুককে এক নম্বর আসামি করে মহসিনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২২ এপ্রিল বাড্ডার বেরাইদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। এতে উভয় পক্ষের আরও দশজন আহত হন। ঘটনার পর পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গ্রুপের সঙ্গে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় জাহাঙ্গীর গ্রুপের কামরুজ্জামান দুখু নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
সারাবাংলা/এসআর/টিএম
আরও পড়ুন
বাড্ডায় দুইপক্ষের গোলাগুলিতে নিহত ১
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook