Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত শাওন যুবদল নয় যুবলীগ কর্মী— দাবি পুলিশ ও আ.লীগের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ১২:২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত শাওন যুবদলের নয় যুবলীগ কর্মী দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নিহতের স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে ফতুল্লার নবীনগর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘোরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য একটি কুচক্রী মহল পায়তারা করছে। নিহত শাওনের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ ‘সংঘর্ষে’ নিহত এক, আহত ৫০

এদিকে, নিহত যুবক যুবদলের কর্মী নয় বলে একই দাবি করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল। তিনি বলেন, ‘নিহত শাওন একটি গ্যারেজে কাজ করে। সে গ্যারেজের কিছু মালামাল কিনতে শহরে এসেছিলো। তার মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।

পুলিশ সুপার আরও জানান, নিহত শাওনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা সে।

সারাবাংলা/এমও

নিহত শাওন পুলিশ যুবদল যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর