শহীদ স্মরণে ঢাকেশ্বরীতে প্রার্থনা
১৬ ডিসেম্বর ২০১৭ ১৪:১৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদের স্মরণে এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ঢাকেশ্বরী মন্দির কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা এতে উপস্থিত ছিলেন।
এর আগে এক আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্তী সেন দীপু বলেন, ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরের পদার্পণ করেছে আমাদের স্বাধীন বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাত ধরে দাসত্বের শৃঙ্খলা থেকে একটি জাতি মুক্তি পেয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির ক্ষেত্রে দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন।
পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনীন্দ্র কুমার সেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতির আদর্শ হিসাবে শেখ মজিবুর রহমান বাঙালি জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সারাবাংলা/এআই/এমএ