Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল, ডাক দিলেন প্রতিবাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত শাওন প্রধানের বাড়িতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি নিহতের স্বজনদের সান্তনা দেওয়ার পাশাপাশি এ ঘটনায় দেশবাসীকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ফতুল্লার নবীননগর এলাকায় গিয়ে নিহতের মা ও পরিবারের সদস্যদের সান্তনা দেন বিএনপির মহাসচিব।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘শাওনকে হত্যা শুধু ব্যক্তি নয়, একটি আদর্শকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন বলা হচ্ছে শাওন নাকি যুবদলের কর্মী নন, যুবলীগ করেন। আমি বলি সে যাই করুক তাকে তো হত্যা করা যাবে না। এ ফ্যাসিবাদী সরকার হত্যা, গুম করে দমিয়ে রাখতে চায়।’

এ ঘটনায় আগামীকাল সারা দেশে প্রতিবাদ সভা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

সারাবাংলা/এমও

টপ নিউজ নিহত শাওন প্রতিবাদ মির্জা ফখরুল যুবদল কর্মী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর