‘ওয়াসার পানিতে আর ভর্তুকি দেওয়া হবে না’
২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০
ঢাকা: ওয়াসার পানিতে আর ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়া এলাকাভিত্তিক আলাদা আলাদা পানির মূল্য নির্ধারণ করা হবে। নিম্ন আয়ের মানুষকে সুবিধা দিতেই এলাকাভিত্তিক পানির দর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে ‘নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে সিটি রিপোর্টার্স ফোরাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকায় জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান, বনানী, ধানমন্ডির মতো অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে। নিম্ন আয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে। তবে ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না।’
সাংবাদিকদের উদ্দেশে দায়িত্বশীল খবর পরিবেশনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের মালিক জনগণ। তাদের তথ্য জানার অধিকার আছে কিন্তু তথ্য প্রকাশের সময় সেটি নির্ভরযোগ্য কিনা তা যাচাই করার দরকার আছে।’
বৈশ্বিক সমস্যার কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘দাম বাড়ায় দেশের মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। ইউরোপের মানুষ যতটা খারাপ অবস্থায় গেছে, বাংলাদেশ ততটা খারাপ অবস্থায় যায়নি। তবে সংকট আছে, এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।’
বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘নগরের উন্নয়নের মাধ্যমে জাতির উন্নয়ন করতে হবে। আজকে রাজধানী ঢাকা উঁচু উঁচু দালানের শহরে পরিণত হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে এই শহরে রাস্তাঘাট নাই ফলে যানজটের শহরে পরিণত হয়েছে। আমরা এই নগরীতে স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি আদিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ অনেকে।
সারাবাংলা/আরএফ/এমও