ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা: প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৪
ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল আমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলাটি এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজাহার গ্রহণ করে মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সোহেল রানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন:
- ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ
- আল আমিনের বিরুদ্ধে করা স্ত্রীর অভিযোগ মামলায় রূপান্তর
এর আগে, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।
পুলিশ জানায়, জাতীয় দলের ক্রিকেটার (পেসার) আল আমিনের স্ত্রী যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেন। তার অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেফতার করা হতে পারে।
সারাবাংলা/এআই/পিটিএম