Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রস্মরণে অনুষ্ঠিত হয়ে গেল ভুবনজোড়া আসনখানি সঙ্গীতানুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৩

ঢাকা: রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত রবীন্দ্রস্মরণ ভুবনজোড়া আসনখানি শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ৩০ জন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজেদ আকবর ও সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন।

স্বাগত বক্তব্যে সংস্থার সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের জীবনে সব সময় প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সমাজের নানা অসঙ্গতি, অনাচার ও ধর্মান্ধতার অশুভ প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের রবীন্দ্র চর্চা বিশেষ প্রয়োজন।’

সংস্থার সভাপতি সাজেদ আকবর বলেন, ‘করোনাকালেও রবীন্দ্রনাথ আমাদের সাহস জুগিয়েছে। দিয়েছে মানুষের সেবা করার অনুপ্রেরণা।’

‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ সম্মেলক গানের মাধ্যমে শুরু হয় সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী সংস্থার সদস্য বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পী সালমা আকবর, ড. মকবুল হোসেন, সাজেদ আকবর, খন্দকার আবুল কালাম, সাঈদা হোসেন পাপড়ি, অনিরুদ্ধ সেন গুপ্ত, সুস্মিতা আহমেদ বর্না, মীর মণ্ডল, রাবেয়া আক্তার, গোলাম সারোয়ার, গোলাম হায়দার, কেয়া হায়দার, সঞ্চিতা রাখী, এজাজ হোসেন খান, মাইনুর রহমান খান, মতিউর রহমান, উত্তম কুমার শর্মা, আজাদুর রহমান আজাদ, শিবেশ কীর্তনীয়া, মাখন হাওলাদার, শুসান্ত চক্রবর্তী, সুফিয়া জাকারিয়া, কংকন চৌধুরী, স্বর্ণময়ী মণ্ডল, নন্দিনী হালদার, রিতা মুসাসহ ৩০ জন সঙ্গীতশিল্পী এয়ে সঙ্গীত পরিবেশন করেন।

সারাবাংলা/ইএইচটি/একে

ভুবনজোড়া আসনখানি রবীন্দ্রস্মরণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর