লোহিত সাগরে মার্কিন ড্রোন আটকের পর ছেড়ে দিল ইরান
৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৪
মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি সারফেস ড্রোন লোহিত সাগরে আটক করেছে ইরান। যদিও কয়েক ঘণ্টা পরে ড্রোন দুটিকে ছেড়ে দেওয়া হয়। মানবহীন এই ড্রোন দু’টি সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ এনেছে ইরান। চলতি সপ্তাহে এ ধরনের এটি দ্বিতীয় ঘটনা বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর আলজাাজিরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট জামারান মার্কিন নৌবহরকে সতর্কতা জারি করার পরে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার ড্রোন দুটিকে জব্দ করে। আন্তর্জাতিক নৌ পথগুলো সুরক্ষিত হওয়ার পরে ড্রোনগুলো একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের নৌবাহিনীর ১২ জনের বেশি সদস্য তাদের জাহাজের ডেক থেকে দুটি ড্রোনকে সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর এমন কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়।
রাষ্ট্রীয় টিভি আরও জানায়, ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমায় একের অধিক মানবহীন গুপ্তচর ড্রোন দু’টি খুঁজে পায়। মার্কিন বাহিনীকে সতর্ক করার পর সম্ভব্য দুর্ঘটনা এড়াতে তা জব্দ করা হয়।
আন্তর্জাতিক নৌপথ সুরক্ষিত করার পর মার্কিন ড্রোন দুটি একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।
মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যতে অবস্থিত ৫তম নৌ বহরের মুখপাত্র টিমোথি হকিন্স গতকাল শুক্রবার সংবাদ সংস্থা এপি’র কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন তিনি।
সারাবাংলা/এনএস