নিহত শাওন অবশ্যই যুবদলের কর্মী: ফখরুল
৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৯
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জে নিহত শাওন যুবদলের কর্মী ছিল। শাওন অবশ্যই বিএনপির হয়ে কাজ করত।
শনিবার (৩ সেপ্টেম্বর) ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম এ সভা আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি আবার জেগে উঠছে, ফিনিক্স পাখির মতো উড়ছে। সুতরাং তাকে (বিএনপি) দমিয়ে রাখতে হবে, এটাই তাদের (সরকার) লক্ষ্য। যে সময় দেশের মানুষ চাল, ডাল, তেলের দাম বৃদ্ধি প্রতিবাদ করতে শুরু করেছে সেই সময় তারা আঘাত আনতে শুরু করেছে। তারা চেষ্টা করছে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য। আবারও আগের মতো আগুন সন্ত্রাস, অমুক সন্ত্রাসী দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এক বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র নিয়ে বহির্বিশ্বে যাবেন তথ্যমন্ত্রী। এখন আর সেই কথা বহির্বিশ্বে মানছে না। সুতরাং আমাদের প্রতিটি পদক্ষেপকে সতর্কার সঙ্গে নিতে হবে। আমরা এবার কোনো মতেই পরাজিত হব না। বরং গতকাল বলেছি, এখনো বলছি- আমাদের বিজয় আনতে হবে, এর কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘ভোলার নূর আলমের আত্মত্যাগ, রহিমের আত্মত্যাগ, নারায়নগঞ্জের শাওনের আত্মত্যাগ কোনো মতেই বৃথা যেতে দেওয়া যাবে না। এর মধ্যে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে আগের মতো। সেই গায়েবি মামলা, নিজেরাই ঘটনা ঘটাচ্ছে আবার মিথ্যা মামলা দিচ্ছে। আপনারা দেখেছেন নারায়নগঞ্জে যে গুলি করা হয়েছে সেটা চায়নিজ রাইফেল। এর মধ্যে সংবাদমাধ্যমের ইনভেস্টিগেশন রিপোর্টে তা প্রকাশ পেয়েছে। রাইফেলটি কনক নামের এসআইয়ের। এই রাইফেল থেকে গুলি করে শাওনকে হত্যা করা হয়েছে। ওরা এতো মিথ্যাচার করে, ওইদিন আগের রাতে বলল কার ছেলে, কোন দলের ছেলে, কি ছেলে সেটা এখনো নির্ধারিত হয়নি, তবে তার চাচা আওয়ামী লীগ করে।’
‘আমরা পরিষ্কার করে বলেছি শাওন কোন দল করে এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে একজন শ্রমিক। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি করার মতো সেখানে কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। এই বিষয়ে আন্তর্জাতিক আইন আছে। পরিষ্কার আইনে বলা হয়েছে, এই রকম পরিস্থিতিতে গুলি করতে হলে কখন করতে হবে, কোথায় করতে হবে। আমাদের বিভ্রান্তি থাকার দরকার নেই। আমরা অবশ্যই বলতে চাই শাওন যুবদলের কর্মী। শাওন অবশ্যই বিএনপির হয়ে কাজ করত’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমাদের নিজেদের মুক্ত করতে চাই, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। এজন্য অবশ্যই রাজপথে আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করতে হবে। তাদের পদত্যাগ করতে বাধ্য করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। এরপর জনগণের নির্বাচনে সরকার নির্বাচিত হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির দলটির স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ ছাত্র ফোরাম সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শাম্মী আক্তার, নাজমুল, ইউনুসসহ আরও অনেকে।
সারাবাংলা/এআই/এনএস