Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু


২৫ এপ্রিল ২০১৮ ০৮:৫১ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১২:২৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি ভবনের নীচতলায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তামিমের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা দগ্ধ মানিক মিয়া (৩৫) ও মা মিনা আক্তার (২২) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে রাত ১১টার দিকে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতমাসের এক শিশুসহ তার মা-বাবা দগ্ধ হন।

দগ্ধ মানিক মিয়া জানান, তারা মিরপুর ১১নম্বর সেকশনের একটি বাসার নিচ তলায় থাকেন। ওই বাসায় তিনি দারোয়ানের কাজ করেন। রাতে পানির মোটর চালু করলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তারা তিনজন দগ্ধ হন।

মিরপুর জোন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার আব্দুলাহ আরেফিন জানান, ঘটনার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি জানান,গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ স্বামী মানিক স্ত্রী মিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সাত মাসের সন্তান তামিম রাতেই মারা গেছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর