চবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য
চবি করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ০০:০১
৫ সেপ্টেম্বর ২০২২ ০০:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই বছরের জন্য নতুন তিন শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার ( ৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মনোনয়ন প্রাপ্তরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদা খাতুন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ’র অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ২৫ (১) (ডি) ও ২৫ (৩) ধারায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মনোনয়নের আদেশ জারি করা হয়েছে।
সারাবাংলা/সিসি/একে